সরকারের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন: মাসুদ কামাল

 

সরকারের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন মাসুদ কামাল আজকের খবর,মাসুদ কামাল,সর্বশেষ সংবাদ,ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর,আজকের প্রধান খবর,দেশের রাজনীতি সংবাদ, অর্থনীতি সংবাদ,


জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন সর্বত্র প্রশ্ন উঠছে। তিনি জানান, জামায়াত, ইসলামী আন্দোলন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন। এনসিপি সম্প্রতি আরও স্পষ্টভাবে সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করেছে। মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন, যেখানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোরই সরকারের ওপর আস্থা নেই, সেখানে এই সরকার কীভাবে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে?

রাজধানী থেকে আওয়ামী লীগের আরো ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারা সবাই অভিযোগ করছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ বলেন, যতই দিন যাচ্ছে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। আর যতই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি ততই দেখছি নির্বাচনে যারা অংশ নিচ্ছেন সেই দলগুলোর মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ অনেকটা কাদা ছোড়াছুড়ির মতোই।

মাসুদ কামাল বলেন, পরিস্থিতি ধীরে ধীরে তীব্র থেকে আরও তীব্র হয়ে উঠছে। নির্বাচনের সময় কোন পদে কে থাকবে, কিভাবে প্রভাব বিস্তার করবে—এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পদগুলোতে কে কোন অবস্থান দখল করছে তা জেনে রাজনৈতিক দলগুলো অভিযোগ ও পাল্টা অভিযোগ করছে। সর্বশেষ খবর অনুযায়ী, জামায়াতের পক্ষ থেকেও একটি কঠিন অভিযোগ উত্থাপিত হয়েছে।

ওনাদের একটা প্রোগ্রাম ছিল— পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছেন। সেখানে গণভোট আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন আছে এগুলো নিয়ে তারা পাঁচ দফা দাবি দিয়েছেন।

গণভোট মেনে নেওয়ার আহ্বান: হামিদুর রহমান আজাদ


সাংবাদিক মাসুদ বলেন, জামায়াতের একটা মানববন্ধন মৎসভবনের মোড় থেকে হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন তাদের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সেখানে বলেছেন, সৎ এবং নিরপেক্ষ লোকদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করার জন্য তাদের একটা অনুরোধ ছিল।

মাসুদ কামাল আরও বলেছেন, “উপদেষ্টারা সেটি শোনেননি, বরং তারা ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্রের বিষয় এবং তারা কী বলেছে তা তাদের কাছে ভয়েস রেকর্ডেও আছে।” তিনি উল্লেখ করেছেন, ষড়যন্ত্রের মূল বিষয় হলো সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে যে পরিবর্তন হয়েছে, সেটি নিয়েই জামায়াতের মূল আপত্তি। তাহের জানিয়েছেন, সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যা এক প্রকার দলীয় সরকারের সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন: নভেম্বরে গণভোটের দাবির পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভী

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.