গণভোট মেনে নেওয়ার আহ্বান: হামিদুর রহমান আজাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সময়, জনগণ ও গণতন্ত্র রক্ষার দাবি।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিতে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে এ বিষয়ে গণভোট আয়োজন করতে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ওয়াসা মোড়ে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. আজাদ বলেন, বাংলাদেশের প্রতিটি নির্বাচনের পরই প্রশ্ন ওঠে—জনগণের মতামত কতটা প্রতিফলিত হয়। বর্তমান সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক ব্যবস্থায় জনগণের বড় অংশ প্রতিনিধিত্বহীন থেকে যাচ্ছে। এই বৈষম্য দূর করার একমাত্র পথ হলো পিআর পদ্ধতি।
তিনি আরও বলেন, এই ব্যবস্থায় প্রতিটি দলের সংসদে আসন নির্ধারিত হবে তাদের মোট ভোটের আনুপাতিক হারে। এতে কোনো ভোট নষ্ট হবে না, ছোট-বড় সব দলই প্রকৃত জনপ্রিয়তার ভিত্তিতে প্রতিনিধিত্ব পাবে। এটি জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। বাংলাদেশে এর আগেও আলাদা গণভোটের নজির রয়েছে—১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ‘রাষ্ট্রপতি আস্থা গণভোট’, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি প্রবর্তনের গণভোট এবং ১৯৮৫ সালে এরশাদের ‘প্রেসিডেন্ট আস্থাভোট’ তার প্রমাণ।
তিনি আরও যুক্ত করেন, “জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রভিশনাল সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া সম্ভব, যেমনটি হয়েছিল ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন ও ১৯৯১ সালের কেয়ারটেকার সরকারের নির্বাচনে।
আরো পড়ুন: সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক ২০ অক্টোবর, গণভোট নিয়ে ইসির ‘মন্তব্য নেই’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, এর মধ্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, এস এম লুৎফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ওয়াসা মোড় থেকে শুরু হয়ে মুরাদপুর, জিইসি মোড়, টাইগারপাস ও আগ্রাবাদ পর্যন্ত বিস্তৃত এ মানববন্ধনে বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নেন।
আরো পড়ুন: নভেম্বরে গণভোটের দাবির পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভী


No comments