মা হতে চলেছেন সোনাক্ষী
বলিউডে ফের জল্পনার কবলে সোনাক্ষী সিনহা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ঝলমলে এক অনুষ্ঠানে যখন স্বামী জহির ইকবালের হাত ধরে উপস্থিত হলেন সোনাক্ষী, তখনই যেন ছড়িয়ে পড়ল এক গুঞ্জন। নেটদুনিয়া থেকে প্রশ্ন উঠে আসে, মা হতে চলেছেন কি সোনাক্ষী? অভিনেত্রীর পোশাক আর আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন করে এই গুঞ্জন, যা এখন বি-টাউনের সবচেয়ে আলোচিত বিষয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন, ‘আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।’ তার পরে একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জহির। কিন্তু তাদের অনুরাগীরা এবার যেন নিশ্চিত।
ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন
মঙ্গলবারের অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা গেছে ঢিলেঢালা সাদা ও লাল মিশ্রণের অনারকলি চুড়িদার পরিহিত। নেটাগরিকদের দাবি, স্ফীত দের ঢাকতেই তিনি এমন ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন। সোনাক্ষী বারবার ওড়না দিয়ে স্ফীত দের ঢাকার চেষ্টা করছিলেন বলে মন্তব্য করেছেন অনেকে। এই চুড়িদারের সঙ্গে তিনি কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরেছিলেন।
নেটাগরিকরা মনে করছেন, অভিনেত্রীর চোখ-মুখেও মাতৃত্বের ঔজ্জ্বল্য দেখা যাচ্ছে। অন্যদিকে, জহির কালো শেরওয়ানি ও সাদা পাজামা পরে অনুষ্ঠানে অংশ নেন। হাতে হাত রেখে তারা উপস্থিত ছিলেন। ভিডিও প্রকাশের পরই এক নেটাগরিক মন্তব্য করেছেন, সোনাক্ষীকে দেখে সত্যিই মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। আরেকজন লিখেছেন, “ওঁর চোখ-মুখের ঔজ্জ্বল্যই বলছে, তিনি অন্তঃসত্ত্বা।” তবে এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির এই জল্পনায় কোনো প্রতিক্রিয়া দেননি।
বিস্তারিত জানুন....ভুয়া ফেসবুক আইডি ঘটনায় জাহিদ হাসান বিব্রত
.png)

No comments