ফ্রিজে স্ত্রী মরদেহ লুকিয়ে পালানো স্বামী অবশেষে গ্রেপ্তার
রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম তাসলিমা আক্তার। বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালানো নজরুল ইসলামকে কলাবাগান থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, এই দম্পতির দুই মেয়ে রয়েছে, বয়স ১৭ ও ১৪ বছর। রবিবার রাতের ঘুমের সময় দুই মেয়ে আলাদা ঘরে ছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে বলেছিলেন, “তোমাদের মা অন্য কারও সঙ্গে চলে গেছে।” এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নিজের বোন) বাসায় পৌঁছে দিয়ে চলে যান।



No comments