নভেম্বরে গণভোটের দাবির পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভী

নভেম্বরে গণভোটের দাবির পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর, রুহুল কবির রিজভী, গণভোট, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর,

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল নভেম্বরে গণভোট আয়োজনের যে দাবি তুলেছে, সেটির পেছনে ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ আছে কি না—সে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জুলাই সনদ নিয়ে নানা মতভেদ ও আলোচনার পর এক ধরনের ঐকমত্য গঠিত হয়েছে। সেখানে এখন নতুন করে নভেম্বরে গণভোটের কথা বলা কেন? এতে কি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে না?

আরো পড়ুন: গণভোট আদৌ হবে কি না, সংশয় ইসি সচিবের

তিনি আরও বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তই সবচেয়ে যৌক্তিক ও সময়সাশ্রয়ী। ভোটাররা একই ব্যালটে দুটি ভোট দিতে পারবেন—এভাবে কাজটি সহজেই সম্পন্ন করা সম্ভব। অথচ এখন কেউ কেউ নভেম্বরে আলাদা গণভোটের দাবি তুলছেন। এক মাসে এমন আয়োজন সম্ভব নয়। এতে মনে হচ্ছে, তারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন।”

বিএনপি নেতা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল হয়তো কোনোভাবেই নির্বাচন চায় না। তাদের অতীত আচরণেই তা প্রমাণিত—নির্বাচন ও গণতন্ত্রের প্রতি তাদের কোনো আন্তরিক অঙ্গীকার নেই।

আরো পড়ুন: হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারির উদ্যোগ : দুদক চেয়ারম্যান

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.