আমলাতন্ত্র বরদাশত নয়, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সার সংকট ও কৃষকদের দাবি পূরণ না হলে ডিসি অফিস ঘেরাও করা হবে। তিনি বলেন, “আমলাতন্ত্র আর চলবে না।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, জনগণ ভোট দিতে ও জনপ্রতিনিধি বেছে নিতে চায়। ২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এনে দেবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গুলি করে ক্ষমতায় থেকেছে, তিনটি নির্বাচনই হয়েছে ভোট ছাড়াই। বিএনপি ১৫ বছর ধরে ভোটাধিকারের জন্য লড়ছে।
শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।
সভায় জেলা বিএনপি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: আগামীকাল ঐতিহাসিক ‘জাতীয় জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষরিত হতে যাচ্ছে



No comments