শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি, নাহিদ ইসলাম

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি, নাহিদ ইসলাম, এনসিপি, নাহিদ ইসলাম, জুলাই সনদ, ব্রেকিং নিউজ, আজকের খবর, ভাইরাল নিউজ,

জুলাই সনদ বাস্তবায়নের আইনি নিশ্চয়তা ও আদেশের খসড়া না দেখানো পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আইনি ভিত্তি ও স্পষ্ট আদেশ ছাড়া সনদে সই করা অর্থহীন হবে। পরের সরকার এলে তা কার্যকর হবে কি না, সে নিশ্চয়তাও নেই।”

তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষরের আগে বাস্তবায়ন আদেশ প্রকাশ করতে হবে এবং খসড়া বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকতে হবে।

নাহিদ আরও বলেন, “ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই এই আদেশ প্রেসিডেন্ট নয়, বরং সরকার হিসেবে তিনিই জারি করবেন।

তিনি উল্লেখ করেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত ৮৪টি সংস্কার প্রস্তাব গণভোটে যাবে, যেখানে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন ও কাঠামো আগেই নির্ধারণ করতে হবে।

এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী, আইনি ভিত্তি না থাকা এবং মূল টেক্সট না দেখানোর কারণেই তারা জুলাই সনদে আপাতত সই করছে না।

আরো পড়ুন: আমলাতন্ত্র বরদাশত নয়, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি ফখরুলের

No comments

Powered by Blogger.