হত্যার মামলার আসামি ওসির কক্ষে পরিবারসহ সময় কাটিয়েছে

 

হত্যার মামলার আসামি ওসির কক্ষে পরিবারসহ সময় কাটিয়েছে। ব্রেকিং নিউজ, নির্বাচনের খবর, ভাইরাল নিউজ, সামাজিক যোগাযোগমাধ্যমের খবর, আজকের সংবাদ আপডেট, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর, দেশের রাজনীতি সংবাদ, অর্থনীতি সংবাদ,

নরসিংদীর আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হত্যা মামলায় হাজিরা দিতে এসে তিনি আদালত পরিদর্শকের (ওসি) কক্ষে পরিবার নিয়ে সময় কাটিয়েছেন। এ ঘটনা সংবাদকর্মীদের হাতে আসা একটি ভিডিওতে ধরা পড়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নরসিংদী আদালতে হত্যা মামলার হাজিরা দিতে আসেন আলী হোসেন শিশির। ওইদিন তাকে বিকেল পর্যন্ত আদালতের গারদে না রেখে পরিদর্শকের কক্ষে পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়।

এ সময় আলী হোসেন শিশির তার স্ত্রীর মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন স্থানে কথা বলেছিলেন। কক্ষে তখন কয়েকজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, যারা তার খাতিরে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। এই ফাঁকেই আদালতের গার্ড থেকে পালিয়ে যান ডাকাতি প্রস্তুতি মামলার এক আসামি সাগর।

এ ঘটনার দুই দিন পর বৃহস্পতির সকালে শহরের বিলাসদী এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 

এদিকে, আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

এ ব্যাপারে আদালত পরিদর্শক মো. সাইরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমি অফিসে ছিলাম না। ঘটনাটি কে করলো আমি খোঁজ নিচ্ছি।
গণমাধ্যমের ওই ভিডিওটি আগের হতে পারে। কয়েকমাস আগে আলী হোসেনকে আদালতে উঠালে তিনি অসুস্থ হয়ে যান, তখন আমার অফিস কক্ষে আনা হয়েছিল।’ 

 পরবর্তীতে পরিবার নিয়ে বসা ও হাতকড়াবিহীন অবস্থায় মোবাইলে কথা বলার ভিডিও দেখালে আলী হোসেন শিশির কোনো উত্তর দিতে পারেননি। এ সময় তিনি সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি সংযোগ কেটে দেন।


পরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র কালের কণ্ঠকে বলেন, ‘এসপি স্যার রেঞ্জ অফিসে মিটিংয়ে আছেন। আর আসামিকে কেন ওসির রুমে নেওয়া হয়েছে বিষয়টি আমি জানি না। আমাকে ভিডিওগুলো দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






No comments

Powered by Blogger.