ইউরোপজুড়ে গাজার অবরোধ বিরোধী বিক্ষোভ, কোথাও সহিংসতা

ইউরোপজুড়ে গাজার অবরোধবিরোধী বিক্ষোভ, কোথাও সহিংসতা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সমুদ ফ্লোটিলা’ আটকানোর ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও শান্তিপূর্ণ হলেও অনেক জায়গায় তা সহিংস আকার ধারণ করেছে।

আনাদোলু এজেন্সি, রয়টার্স ও আলজাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে স্পেনের বার্সেলোনায় বিক্ষোভকারীরা দোকানপাট ও রেস্তোরাঁর জানালা ভাঙচুর করেন এবং দেয়ালে ইসরায়েলবিরোধী স্লোগান লিখে দেন। একই দিন লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি বহন করে গাজার অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

আরো পড়ুন : ফ্লোটিলায় আটক যাত্রীদের বিষয়ে ইসরায়েলের বার্তা

ইতালির মিলান, রোম ও বলোনিয়াতেও বিক্ষোভ হয়। রোমের লা সাপিয়েঞ্জা ও মিলানের স্টাতালে বিশ্ববিদ্যালয়ের সামনে ফিলিস্তিনপন্থিরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বলোনিয়ায় গাড়ির টায়ার ফেলে পথরোধ করা হয়। এসব স্থানে বিক্ষোভকারীদের কিছু অংশ বেশ উগ্র আচরণ করেন। রোমের এক বিক্ষোভে চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টসহ স্বাস্থ্যকর্মীরাও যোগ দেন।

স্পেনজুড়ে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ করেন এবং মাদ্রিদ সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানান।

বিক্ষোভের সহিংস রূপ নিয়ে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “কেউ কি সত্যিই বিশ্বাস করেন যে ইতালিতে স্টেশন, বিমানবন্দর বা মোটরওয়ে অবরোধ কিংবা দোকান ভাঙচুর করলে ফিলিস্তিনি জনগণের কোনো উপকার হবে?”

ফ্লোটিলায় ইসরায়েলি বাধা, ইউরোপের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ, রয়টার্স , আলজাজিরা, ইতালি, ফিলিস্তিনি, গুইডো ক্রোসেটো, ইসরায়েল বিরোধী, গাজা, বিক্ষোভ,

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.