ফ্লোটিলায় আটক যাত্রীদের বিষয়ে ইসরায়েলের বার্তা

ফ্লোটিলায় আটক যাত্রীদের বিষয়ে ইসরায়েলের বার্তা

ফ্লোটিলায় আটক যাত্রীদের বিষয়ে ইসরায়েলের বার্তা

ফিলিস্তিনের গাজা পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানান, জিএসএফ-এর একটি নৌকা ছাড়া বাকি সব নৌযানই তারা নিয়ন্ত্রণে নিয়েছে এবং আটককৃতদের নিজ দেশে পাঠানোর উদ্দেশ্যে ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে।

বিবিসির Coconut-এর অনুমান অনুযায়ী নৌকাগুলো থেকে মোট ৪৪৩ জনকে আটক করা হয়েছে। জাহাজ দখলের সময় অনেকের ওপর জলকামান ব্যবহার করে আক্রমণ করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি দফতর জানিয়েছে, আটককৃত সকলেই নিরাপদ ও সুস্থ আছেন।

আরো পড়ুন : সুমুদ ফ্লোটিলায় আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহিনীর কমান্ডোদের সমুদ্র অভিযান চলাকালে কোনো বড় সমস্যা দেখা যায়নি। আটককৃত কর্মীরা বর্তমানে আশোদ বন্দরে আনা হচ্ছে এবং তাঁরা পর্যায়ক্রমে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।

বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উসকানি’ শেষ হয়ে গেছে; হামাস বা ফ্লোটিলার কোনো উস্কানিমূলক নৌযান সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা বৈধ নৌ অবরোধ ভাঙতে সক্ষম হয়নি।

আরো পড়ুন : সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সব নৌযান ইসরায়েলের দখলে

মন্ত্রণালয় যোগ করেছে, গাজার কাছে একটি জাহাজে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে তা কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি সেটি পুনরায় অবরোধ ভাঙার চেষ্টা করে এবং যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করা হবে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


 

No comments

Powered by Blogger.