এক গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। সবাই একই গ্রামের একটি রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটার কাজে যুক্ত ছিলেন।
আক্রান্তদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বাড়িতে চিকিৎসাধীন আছেন। গুরুতর অসুস্থদের মধ্যে মোজা মিয়া, মোজাফফর মিয়া, শফিকুল ইসলাম ও মাহবুর রহমান রয়েছেন।
গ্রামবাসীর দাবি, গত ২৯ সেপ্টেম্বর মন্টু মেম্বারের ভাই মাহবুর রহমানের অসুস্থ গরুটি জবাই করা হয়। চার দিন পর জড়িত ব্যক্তিদের শরীরে ফোসকা, মাংসে পচন ও বিশেষ করে হাত, মুখ, নাক ও চোখে উপসর্গ দেখা দেয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : ইনজুরিতে আবারও ইয়ামাল
প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, পাশের পীরগাছা উপজেলায় আগে থেকেই অ্যানথ্রাক্সের প্রকোপ ছিল। এখন তা সুন্দরগঞ্জের বামনডাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা ও পৌরসভা এলাকায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় টিকা দেওয়া হয়েছে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক জানান, সাহাবাজ এলাকায় টিকা কার্যক্রম চলছে। বর্তমানে ১৩ হাজার ডোজ মজুত আছে এবং আরও টিকার জন্য চাহিদা পাঠানো হয়েছে।


No comments