গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন পেয়েছে বাংলাদেশ: মির্জা ফখরুল
বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের বার্তা পরিষ্কার— ফেব্রুয়ারির নির্বাচনই হবে গণতন্ত্রে ফেরার পথ। আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেব। আজকে গোটা বিশ্ব, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের পূর্ণ সমর্থন এ প্রক্রিয়ার পাশে রয়েছে।”
আরো পড়ুন : জাতিসংঘে ড. ইউনূসের সফর: গণতন্ত্র ও মানবিক সংহতির দৃঢ় বার্তা
২৩ সেপ্টেম্বর তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যান। প্রতিনিধিদলে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারাও ছিলেন।
সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “জাতিসংঘে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এই সফর সফল হয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিয়েছে।”
আরো পড়ুন : ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি : মির্জা ফখরুল
তিনি আরও বলেন, নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনের পাশাপাশি বিভিন্ন সভা-বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে, যা দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্তার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এসব আওয়ামী লীগের তৈরি করা সংস্কৃতি। আমরা এগুলোকে বড় করে দেখি না।”


No comments