সতর্কবার্তা অগ্রাহ্য করে পথচলা অব্যাহত রেখেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

সতর্কবার্তা অগ্রাহ্য করে পথচলা অব্যাহত রেখেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

সতর্কবার্তা অগ্রাহ্য করে পথচলা অব্যাহত রেখেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ইসরায়েলের একের পর এক সতর্কতা উপেক্ষা করে গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। অবরোধ ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছে এই বহর।

বুধবার (১ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রায় ৪০টিরও বেশি বেসামরিক নৌযান নিয়ে এগোচ্ছে ফ্লোটিলা। এতে রয়েছেন প্রায় ৫০০ জন যাত্রী—যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও আছেন।

আরো পড়ুন : গাজার পথে শহিদুল আলম, বুকে শহীদ আবু সাঈদের ছবি

বর্তমানে নৌবহরটি গাজার উপকূল থেকে মাত্র ৯০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। এটি এমন এক এলাকায় প্রবেশ করেছে যেখানে ইসরায়েলি নৌবাহিনী টহল দিচ্ছে এবং যে কোনো নৌযান প্রবেশ করলেই আটকে দেওয়া হচ্ছে।

ফ্লোটিলার একটি জাহাজ থেকে সরাসরি সম্প্রচার হওয়া ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা ডেকে বসে আছেন লাইফ ভেস্ট পরে। তবে সব জাহাজ আটকে দেওয়া হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

যাত্রীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করেই তারা গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছেন। তাদের ভাষায়, “আমরা ইসরায়েলের অবৈধ অবরোধ ও হুমকিতে ভয় পাচ্ছি না।

আরো পড়ুন : Flotilla with Greta Thunberg leaves Barcelona in biggest attempt yet to break Israel’s Gaza blockade

এরই মধ্যে সুমুদ ফ্লোটিলার একটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি সেনারা—এমন দাবি করেছেন অভিযানের আয়োজকেরা। রয়টার্স জানিয়েছে, গাজার উপকূলে পৌঁছানোর আগেই নৌবহরের ওপর অভিযান চালানো হয়েছে।

আরোহীরা জানিয়েছেন, প্রায় ২০টি অজ্ঞাত জলযান হঠাৎ তাদের দিকে ধেয়ে আসে। সম্ভাব্য দখলের আশঙ্কায় যাত্রীরা তখন লাইফ জ্যাকেট পরে প্রস্তুতি নেন।

এক বিবৃতিতে আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমাদের জাহাজগুলো অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামরিক সদস্যরা জাহাজে প্রবেশ করেছে। আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.