সুমুদ ফ্লোটিলা আটক, ইসরায়েলের পথ পরিবর্তনের হুঁশিয়ারি
সুমুদ ফ্লোটিলা আটক, ইসরায়েলের পথ পরিবর্তনের হুঁশিয়ারি
গাজামুখী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ প্রবেশ করেছে ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত এলাকায়। গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিমি) দূরের এই অঞ্চলেই অতীতে একাধিক ফ্লোটিলাকে আটকে দিয়েছিল ইসরায়েলি বাহিনী।
অংশগ্রহণকারীদের দাবি, ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো কাছাকাছি এসে নৌবহর থামিয়ে দিয়েছে। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, ফ্লোটিলার চারপাশে এখন ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ ঘিরে রেখেছে। এতে ৪৫টিরও বেশি জাহাজ রয়েছে।
গাজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিরাপত্তার কারণে ফ্লোটিলার জাহাজগুলো লাইভ ভিডিও সম্প্রচার শুরু করেছে।
আরো পড়ুন : গাজার পথে শহিদুল আলম, বুকে শহীদ আবু সাঈদের ছবি
এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন— যেন কোনো ধরনের ক্ষতি না করে ফ্লোটিলাকে নিরাপদে অগ্রসর হতে দেওয়া হয়।
তবে সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা যেকোনো অবস্থাতেই ফ্লোটিলা থামাবে। তাদের দাবি, অংশগ্রহণকারীরা একটি বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। ইতোমধ্যেই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার সঙ্গে যোগাযোগ করে পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে।
আরো পড়ুন : Activists say Israeli navy has begun intercepting a Gaza-bound aid flotilla
এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, নৌবহরটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে এগোচ্ছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌ অবরোধ অমান্য করছে।
তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছেন, ইসরায়েলি বাহিনী কোনো সহিংস পদক্ষেপ নেবে না। তিনি জানান, এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআরের সঙ্গে তার কথা হয়েছে এবং আশ্বাসও পেয়েছেন।
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments