গাজার পথে শহিদুল আলম, বুকে শহীদ আবু সাঈদের ছবি

গাজার পথে শহিদুল আলম, বুকে শহীদ আবু সাঈদের ছবি

গাজার পথে শহিদুল আলম, বুকে শহীদ আবু সাঈদের ছবি 

গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে যোগ দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। ৪৪টি দেশের ৫৫টি জাহাজ নিয়ে গঠিত এই বহরে তিনি একমাত্র বাংলাদেশি প্রতিনিধি।

ফ্লোটিলা থেকে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, শহিদুল আলম বুকভরা লাল-সবুজ পতাকা উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে রয়েছে শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট।

আরো পড়ুন : সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

সাংবাদিক, শিল্পী, মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত এ বহরের মূল লক্ষ্য—যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া।

সংগঠনের মুখপাত্র ওয়ায়েল নাওয়ার জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলাকে আটকে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এরই মধ্যে নৌযানগুলো গাজার উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্বের নানা দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা এই অভিযানে যুক্ত হয়েছেন মানবতার পক্ষে অবস্থান নিতে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং বিশ্ব নেতাদের নীরব বিবেককে নাড়া দিতে।

আরো পড়ুন : গাজার উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছেছে ত্রাণবাহী নৌবহর

বিশ্লেষকদের মতে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ কেবল ত্রাণবাহী বহর নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে বিশ্বমানবতার এক শক্তিশালী প্রতীক। আশা করা হচ্ছে, বৃহস্পতিবারের মধ্যেই নৌবহরটি গাজার তীরে নোঙর করবে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন



No comments

Powered by Blogger.