ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার পথে ৩০ নৌযান
ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার পথে ৩০ নৌযান
ইসরায়েলের ধরপাকড় ও বাধা সত্ত্বেও ফিলিস্তিনের গাজার উদ্দেশে অগ্রসর হচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী ৩০টি নৌযান। সংগঠনের পক্ষ থেকে টেলিগ্রামে জানানো হয়েছে, বর্তমানে এগুলো গাজা উপত্যকা থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
গত বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায়, গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে বহরটিকে আটকানোর চেষ্টা করে ইসরায়েলি নৌবাহিনী। তখন অন্তত আটটি নৌযান থামিয়ে দেওয়া হয়, যার মধ্যে ছিল দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার ও আদারা। তবে রয়টার্সের তথ্যমতে, আটক নৌযানের সংখ্যা ১৩।
আরো পড়ুন : গাজার পথে শহিদুল আলম, বুকে শহীদ আবু সাঈদের ছবি
৪০টিরও বেশি নৌযানে গঠিত এই বহরে আছেন প্রায় ৪৪ দেশের ৫০০ প্রতিনিধি—যাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী। তাদের দাবি, এটি গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ইতিমধ্যে ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ অবরোধে ভয়াবহ খাদ্যসংকটেও ভুগছে উপত্যকার সাধারণ মানুষ।
আরো পড়ুন : ইসরায়েলি বাহিনীর হাতে আটক ৩৭ দেশের দুই শতাধিক কর্মী
ত্রাণ বহরটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও আরও নৌযান এতে যুক্ত হয়। তবে ইসরায়েল দাবি করছে, এই বহরের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে, যদিও এখনো কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments