সরকার বদল হলে অনেকেই আর দেশে থাকবে না: রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই দেখবেন—অনেকেই আর বাংলাদেশে থাকবে না। তারা যেদিন শপথ নিয়েছিলেন, সেদিনই বুঝে নিয়েছিলেন ভবিষ্যৎ কী হতে পারে। যাদের দ্বৈত নাগরিকত্ব নেই, তাদেরও বেশিরভাগের সন্তান-সন্ততি বিদেশে স্থায়ীভাবে বসবাস করছে।”
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন বলেন, 'সেফ এক্সিট’ কথাটির একাধিক অর্থ আছে। ওয়ান-ইলেভেনের সময় নানা অপকর্মের পর রাজনৈতিক দলগুলোকে ভাঙার একটি কৌশল নেওয়া হয়েছিল। মইনউদ্দিন ও ফখরুদ্দিন তখন দুই প্রধান নেতাকে সরিয়ে নতুন নেতৃত্ব তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু সেই প্রকল্প ব্যর্থ হয়, এবং পরবর্তীতে তারা চিরতরে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর সরকার এসেছে, গেছে—তবুও তারা আর দেশে ফেরেননি।
তিনি আরও বলেন, কোন উপদেষ্টা কখন কী ধরনের অপকর্ম করেছেন—তা স্পষ্টভাবে জানানো দরকার। বেশিরভাগ উপদেষ্টারই দ্বৈত নাগরিকত্ব আছে, কেউ কেউ বিদেশে স্থায়ীভাবে বসবাস বা চাকরি করতেন। সরকারের প্রভাবশালী অনেকেই এমন আছেন, যারা বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকও।
রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, উপদেষ্টা পরিষদের সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সময় হলে আবার নিজ নিজ পেশায় ফিরে যাবেন। যাদের বিদেশি নাগরিকত্ব আছে, তারা বিদেশে ফিরে যাবেন—এটা স্বাভাবিক। আর যাদের নেই, তাদেরও অধিকাংশের পরিবার বিদেশে বসবাস করছে। তাই পরিস্থিতি জটিল হলে তারাও শেষ পর্যন্ত বিদেশে চলে যাবেন—এতে অবাক হওয়ার কিছু নেই।




No comments