মিরপুর অগ্নিকাণ্ডে দায়ীদের জবাবদিহির আহ্বান তারেক রহমানের
মিরপুরের তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ নিহতদের আত্মার মাগফিরাত করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।
তারেক রহমান বলেন, এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, যা শুধু শোকই নয়, বহু প্রশ্নও রেখে যায়। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।
তদন্তে স্বচ্ছতা ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানান।
আরো পড়ুন: মিরপুরে অগ্নিকাণ্ডের ১৬ মরদেহ শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট
নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমার সহমর্মিতা ও প্রার্থনা রইল।
আরো পড়ুন: মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন


No comments