ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: আইন উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকারের কোনো দ্বিধা বা দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।”
বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জুলাই সনদ বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “আশা করছি আগামী ১৭ অক্টোবর জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। এই সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়ায় দলগুলো ঐকমত্যের ভিত্তিতেই অংশ নিয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নয়, এটি মূলত একটি নীতিগত দলিল। সব দলই এতে স্বাক্ষর করবে বলে আশা করছি।”
চার বিভাগ সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় গঠনের আইনের খসড়া প্রস্তুত হয়েছে। “খসড়াটি কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। আশা করি, এই সরকারের মেয়াদেই আইনটি পাস হবে,” বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সমালোচনার বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, “উপদেষ্টাদের নিয়ে সমালোচনা বা হুমকি—সবই গণতান্ত্রিক উত্তরণের অংশ। তবে সমালোচনা যেমন করার অধিকার আছে, তেমনি অন্যের সমালোচনা শোনার মানসিকতাও থাকতে হবে।”


No comments