ভুয়া ফেসবুক আইডি ঘটনায় জাহিদ হাসান বিব্রত
ফেসবুক ব্যবহার সংক্রান্ত হয়রানি ও বিভ্রান্তিকর ঘটনা প্রায়ই ঘটে। সম্প্রতি অভিনেতা জাহিদ হাসানও এমন পরিস্থিতির শিকার হয়েছেন।
জাহিদ হাসান ভুয়া ফেসবুক আইডি নিয়ে পাঠানো বিভ্রান্তিকর বার্তার কারণে ভক্ত ও সহকর্মীদের সতর্ক করার জন্য এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি ভুয়া পেজের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন
এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট নয়। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন থাকার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে।
তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’
ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে তাদের আইডিতে একই বার্তা পোস্ট করেছে। আসল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে।
অভিনেতা জাহিদ হাসান ফেসবুক ব্যবহার নিয়ে বিব্রত হয়েছেন। তার নামে কে বা কারা ফেসবুক ব্যবহার করছেন তা নিয়ে তিনি উদ্বিগ্ন। জানা গেছে, কয়েকজন ব্যক্তি অভিনেতা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে জাহিদ হাসান নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ চালু করেছে।
গণমাধ্যমে তিনি বলেন,
“আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।”
জাহিদ হাসান ভক্ত ও সাধারণ ব্যবহারকারীদের সচেতন থাকার জন্য সতর্ক করেছেন।
এরা আমার হয়ে নানা কিছু লিখছে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন-সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি।
অভিনেতা জাহিদ হাসান কাজের বাইরে ফেসবুকে সাধারণত নীরব থাকেন। তিনি জানান, ফেসবুকে তার বন্ধু সংখ্যাও কম এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটাতে পছন্দ করেন না।
বিয়ের পর স্বামীর কাছে যা চাইলেন তনী
তবে সম্প্রতি তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থাকার কারণে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জাহিদ হাসান ভক্ত ও সাধারণ ব্যবহারকারীদেরও সতর্ক করে অনুরোধ করেছেন, যেন তারা ভুয়া আইডির সঙ্গে যুক্ত হয়ে বিভ্রান্ত না হন।
.png)

No comments