ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

 

ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, বাবু চন্দন পোদ্দার, বিষ্ণু পদ ধর, বাচ্চু হাসান ও মো. গিয়াস সরদার দিপু প্রমুখ।

আরো পড়ুন : সনদ বাস্তবায়নে গণভোটে সব দলের ঐকমত্য: আলী রীয়াজ

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন,

“বিএনপি চেয়ারপার্সন সব ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমাদের দল সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় রেইনবো ন্যাশনের ধারণা সেই সাম্যের প্রতিফলন।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি, সমতল, বাঙালি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী—সব নাগরিকের মর্যাদা ও অধিকার সমানভাবে রক্ষা করা হবে। “আমরা চাই, সবাই মিলেমিশে একটি সমৃদ্ধ ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে।”

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.