সনদ বাস্তবায়নে গণভোটে সব দলের ঐকমত্য: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও তাদের সম্মতি জানার জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এটি সনদ বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলোর প্রথম সম্মিলিত পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে চতুর্থ দিনের বৈঠক শেষে** সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধ্যাপক রীয়াজ।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে নতুন আইনসভা গঠিত হবে, তা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যেসব সংস্কার করবে, তা যেন টেকসই হয়—এ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য তৈরি হয়েছে।
তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দলীয় অবস্থান থেকে বেরিয়ে এসে বহু দল এখন জাতীয় ঐকমত্য গঠনের পথে এগিয়ে এসেছে—এ জন্য তিনি দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো পড়ুন : জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর: আমিনুল হক
কমিশনের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর এই গঠনমূলক অংশগ্রহণের ফলে কমিশন শিগগিরই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দিতে পারবে
আলোচনায় বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নেওয়া দরকার কিনা—সে বিষয়ও উত্থাপিত হয়। তবে অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে, সনদ বাস্তবায়নের জন্য এ অনুচ্ছেদের আওতায় মতামত নেওয়া আবশ্যক নয়।
আজকের বৈঠকে অংশ নেয় ২৮টি রাজনৈতিক দল, এর মধ্যে ছিল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি প্রভৃতি।
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments