সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সেলোনা: ফ্লিকের দলের লজ্জাজনক পতন

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সেলোনা ফ্লিকের দলের লজ্জাজনক পতন

এক সপ্তাহ আগেও লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা আজ যেন হারিয়ে ফেলেছে নিজেদের ছন্দ ও আত্মবিশ্বাস। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে পরাজয়ের পর এবার লা লিগায় সেভিয়ার মাঠে ৪-১ গোলের করুণ হারে মুখ থুবড়ে পড়ল হ্যান্সি ফ্লিকের দল। লেভানডভস্কির পেনাল্টি মিস, মাঝমাঠের দুর্বল নিয়ন্ত্রণ আর রক্ষণের অনিশ্চয়তা মিলিয়ে কাতালান জায়ান্টদের এই হারে ফুটে উঠল এক গভীর সংকটের ছবি।

শারীরিক ক্লান্তি, গরম আবহাওয়া ও টানা ম্যাচের চাপে শুরু থেকেই ছিল ছন্দহীন বার্সা। দুপুরের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির বেশি— তার ওপর তিন দিন আগের পিএসজি ম্যাচের ধকলও ছিল স্পষ্ট। ম্যাচের ১৫ মিনিটেই ডিফেন্ডার আরাউহোর অযথা ট্যাকলে পেনাল্টি পায় সেভিয়া, আর বার্সার সাবেক তারকা আলেক্সিস সানচেজ সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন (১-০)।

এরপর যেন আগুনে ঝাঁপায় সেভিয়া। কারমোনা, রোমেরো ও মেন্ডিদের দাপটে বার্সেলোনার ডিফেন্স ছিন্নভিন্ন হয়ে যায়। ৩৭ মিনিটে রুবেন ভার্গাসের নিখুঁত পাস থেকে রোমেরোর শটে স্কোর হয় ২-০।

প্রথমার্ধের শেষ দিকে কিছুটা প্রাণ ফেরে বার্সায়। ৪২ মিনিটে রাশফোর্ডের শট ঠেকান সেভিয়া গোলকিপার ওডিসেয়াস, কিন্তু ইনজুরি টাইমে পেদ্রির দুর্দান্ত ক্রস থেকে রাশফোর্ডের ভলিতে গোল আসে (২-১)। বিরতিতে যাওয়ার সময় মনে হচ্ছিল— হয়তো ফিরবে বার্সার চেনা রূপ।

আরো পড়ুন : রিয়ালকে একা ফেলে সুপার লিগ ছাড়তে চাইছে বার্সা

কিন্তু দ্বিতীয়ার্ধে সব আশা ম্লান। ফ্লিকের বদলিগুলোও ফল দেয়নি। ৭৫ মিনিটে জানুজাইয়ের ফাউলে পাওয়া পেনাল্টি থেকেও ব্যর্থ লেভানডভস্কি— বল পোস্টের বাইরে! সেখানেই শেষ প্রতিরোধ।

শেষ মুহূর্তে সেভিয়া আরও দুই গোল করে জয়কে স্মরণীয় করে তোলে— ৮৬ মিনিটে কারমোনার ক্রস থেকে ৩-১ এবং যোগ করা সময়ে আকর অ্যাডামসের কাউন্টার অ্যাটাকে ৪-১। এই স্কোরলাইনই এখন পর্যন্ত বার্সার মৌসুমের সবচেয়ে বড় পরাজয়।

আরো পড়ুন : ইনজুরিতে আবারও ইয়ামাল

ফল শুধু পয়েন্ট হার নয়— মানসিকভাবেও গভীর আঘাত। এক সপ্তাহের মধ্যেই শীর্ষস্থান হারিয়ে বার্সা এখন আত্মবিশ্বাস পুনর্গঠনের লড়াইয়ে। অন্যদিকে, সেভিয়ার জন্য এটি এক উজ্জ্বল রাত, যা মনে করিয়ে দিল— ফুটবলে বড় নাম নয়, খেলার মানসিকতাই শেষ কথা।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন 

No comments

Powered by Blogger.