ভারতের কাছে কুপোকাত পাকিস্তান
কলম্বোর আর্দ্র আবহে যেন পুরনো গল্পই আবার শোনা গেল—ভারতের বিপক্ষে লড়াইয়ে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান নারী দল। ব্যাটে ২৪৭ রানের ভরসা গড়ে নিয়ে বল হাতে আগুন ছড়াল ভারতীয় বোলাররা। ক্রান্তি গৌদের নিখুঁত নিয়ন্ত্রণে ছিন্নভিন্ন হলো পাকিস্তানের ব্যাটিং লাইনআপ, আর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা ১২তম জয়ে ভারত পেল দাপুটে এক স্মৃতি—৮৮ রানের জয়।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য হয়ে দাঁড়ায় উল্টো ফাঁদ। ভারতের ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা শুরু থেকেই তাণ্ডব চালান। রাওয়াল এক ওভারেই হাঁকান তিন বাউন্ডারি। যদিও মান্ধানা ২৩ রানে বিদায় নেন, তবে হরলিন দেওল ও অধিনায়ক হরমনপ্রীত কৌর গড়ে তোলেন কার্যকর জুটি। পরে জেমিমা রদ্রিগেজের সঙ্গে হরলিনের জুটি দলকে নিয়ে যায় শক্ত ভিতের দিকে।
হরলিনের ৪৬ রানে ভাঙে সে ধারা, তবে শেষের দিকে ঋচা ঘোষ ঝড় তুলেন। তার ৩৫ রানের ঝোড়ো ক্যামিওতে ভর করে ভারত থামে ২৪৭ রানে। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ একাই নিয়েছেন ৪ উইকেট।
রান তাড়ায় নেমে শুরু থেকেই পথ হারায় পাকিস্তান। প্রথম ১০ ওভারেই তাদের সংগ্রহ মাত্র ২৫ রান। রেনুকা ঠাকুর ও গৌদের নিখুঁত বোলিংয়ে শ্বাস নিতে কষ্ট হয় ব্যাটারদের। আলিয়া রিয়াজকে স্লিপে ধরিয়ে ও নিজেই রিটার্ন ক্যাচ নিয়ে পাকিস্তানের লড়াই ভেঙে দেন গৌদ।
একপ্রান্তে দৃঢ় ছিলেন সিদরা আমিন। তার ৮১ রানের লড়াকু ইনিংস পাকিস্তানকে কিছুটা আশার আলো দেখালেও সঙ্গীর অভাবে তা বৃথা যায়। নাতালিয়া পারভেজের সঙ্গে ৮৪ রানের জুটি ছিল একমাত্র প্রতিরোধ। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
আরো পড়ুন : সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সেলোনা: ফ্লিকের দলের লজ্জাজনক পতন
ভারতের হয়ে দীপ্তি শর্মা নেন ৩ উইকেট, স্নেহ রানা ২টি। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন ক্রান্তি গৌদ—৩/২০ এর স্পেলে তিনি ভেঙে দেন পাকিস্তানের মূল ব্যাটিং কাঠামো।
আরো পড়ুন : বিশ্বকাপে রেকর্ডের বৃষ্টি তুলে প্রোটিয়াদের উড়িয়ে দিল ইংল্যান্ড
এই জয়ে শুধু প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ভারতের জয়যাত্রা দীর্ঘায়িত হলো না, টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষেও জায়গা করে নিলো তারা।
সংক্ষিপ্ত স্কোর:
- ভারত ২৪৭/১০ (৫০ ওভার) – হরলিন দেওল ৪৬, ঋচা ঘোষ ৩৫*, ডায়ানা বেগ ৪/৬৯
- পাকিস্তান ১৫৯/১০ (৪৩ ওভার) – সিদরা আমিন ৮১, নাতালিয়া পারভেজ ৩৩; ক্রান্তি গৌদ ৩/২০, দীপ্তি শর্মা ৩/৪৫
- ফলাফল: ভারত ৮৮ রানে জয়ী।


No comments