১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা

 

১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা, রাজা মসওয়াতি তৃতীয়, ৩০ সন্তান, ১৫ স্ত্রী, ১০০ অনুচর, এনডিটিভি, Abu Dhabi Airport, Caused Lockdown, ndtv,

আফ্রিকার দেশ এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) রাজা মসওয়াতি তৃতীয়র বিলাসবহুল জীবনযাত্রা আবারও আলোচনায় এসেছে পুরনো একটি ভিডিওর সূত্রে। জুলাই মাসে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, রাজা তার ১৫ স্ত্রী, প্রায় ১০০ অনুচর ও ৩০ সন্তানসহ রাজকীয় ভঙ্গিতে আবুধাবি বিমানবন্দরে আগমন করছেন।

ভিডিওতে রাজাকে দেখা যায় একটি ব্যক্তিগত জেট থেকে নেমে আসতে—পরনে ঐতিহ্যবাহী রাজপোশাক, পেছনে সারিবদ্ধভাবে আসছেন তার স্ত্রী ও অনুচরেরা, সবার পরনে আভিজাত্যপূর্ণ পোশাক। ভিডিওটির ওপরে লেখা ছিল, “সোয়াজিল্যান্ডের রাজা ১৫ স্ত্রী ও ১০০ দাসসহ আবুধাবিতে পৌঁছেছেন। তার পিতা রাজা সোবুজা দ্বিতীয়র ছিল ১২৫ স্ত্রী।”

প্রতিবেদন অনুযায়ী, এত বড় প্রতিনিধি দল বিমানবন্দরে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি করে, ফলে নিরাপত্তা কর্মকর্তারা কয়েকটি টার্মিনাল অস্থায়ীভাবে বন্ধ করতে বাধ্য হন।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে রাজপরিবারের বিলাসী জীবনযাত্রা ও দেশের সাধারণ মানুষের দারিদ্র্যের মধ্যে তীব্র বৈপরীত্যের বিষয়টি তুলে ধরেন। 

একজন মন্তব্য করেন, 

“তিনি বিলাসী বিমানে ভ্রমণ করছেন, অথচ তার জনগণের বিদ্যুৎও নেই।” 

আরেকজন প্রশ্ন তোলেন, “এই দেশ কি এত ধনী যে রাজা ব্যক্তিগত জেট নিয়ে ঘোরেন?”

কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিনি ব্যক্তিগত বিমানে চড়েন, অথচ তার জনগণ অনাহারে মারা যাচ্ছে।” আবার কেউ রসিকতা করে লেখেন, “ওনার ঘরে কি সব স্ত্রীদের দেখাশোনার জন্য কোনো সমন্বয়কারী আছে?”

আফ্রিকার একমাত্র পরম রাজতন্ত্রী হিসেবে পরিচিত রাজা মসওয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি।

অন্যদিকে দেশটি ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক সংকটে ভুগছে। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি, আর অর্থের অভাবে অসংখ্য শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়ছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০২১ সালে বেকারত্বের হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৩৩.৩ শতাংশে পৌঁছেছে।

আরো পড়ুন : আলোচিত বেগমপাড়া: কার কত বাড়ি-ফ্ল্যাট কানাডায়

এদিকে, রাজা মসওয়াতি তৃতীয় নির্মাণ, কৃষি, টেলিকম, পর্যটন ও বনজ শিল্পসহ একাধিক খাতে শেয়ারধারী বলেও জানিয়েছে সোয়াজিল্যান্ড নিউজ।

রাজা মসওয়াতি তৃতীয় তার বিলাসবহুল জীবনযাপন ও ঐতিহ্যবাহী রাজকীয় প্রথা পালনের জন্য সুপরিচিত। প্রতিবছর আয়োজিত ‘রিড ড্যান্স’ উৎসবে তিনি নতুন এক স্ত্রী নির্বাচন করেন বলে জানা যায়—এটি শতাব্দীপ্রাচীন এক রাজকীয় আচার, যা একদিকে সংস্কৃতি রক্ষার প্রতীক হলেও অন্যদিকে সমালোচনারও কেন্দ্রবিন্দু।

আরো পড়ুন : How This King's 15 Wives, 30 Children, And 100 Servants Caused Lockdown At Abu Dhabi Airport

কিন্তু রাজপরিবারের এই বিপুল ঐশ্বর্য ও আড়ম্বরের বিপরীতে দেশের সাধারণ মানুষের জীবন একেবারেই ভিন্ন। প্রতিবেদনে বলা হয়েছে, এসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে।

সূত্র : এনডিটিভি

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.