রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ কিনতে চাইছে ভারত

 

রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ কিনতে চাইছে ভারত, ভারত, রাশিয়া, যুদ্ধাস্ত্র, MHR, আরভিভি-বিডি ক্ষেপণাস্ত্র, built S-400, RT, S-400-missile,

ভারত রাশিয়ার-built এস-৪০০ ভূ-আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও পাঁচটি সংগ্রহের পরিকল্পনা করে রেখেছে। সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বরে রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সফরের সময় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে—এমনটাই আশাবাদী ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা। (রিপোর্ট — আরটি)

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রুশ সমকক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন। নয়াদিল্লি এখন দুইটি বিকল্প বিবেচনা করছে — সরাসরি ক্রয় অথবা মস্কো’র সঙ্গে যৌথভাবে এস-৪০০ তৈরি করা।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, বেসরকারি খাতকেও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এস-৪০০ ক্ষেপণাস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠন স্থানীয়ভাবে করা যায়।

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫৪৩ কোটি ডলারের চুক্তির মাধ্যমে ভারত প্রথমবার পাঁচটি এস-৪০০ সিস্টেম কেনে; এর মধ্যে তিনটি ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে এবং বাকি দুটি ২০২৬ সালে পাওয়া গেলে বলে জানা আছে।

আরো পড়ুন : পরমাণু শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙছে ইরান

এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৬০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং এটি বিমানের পাশাপাশি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধেও কার্যকর। ব্যবস্থাটিতে মূলত তিনটি উপাদান থাকে — ক্ষেপণাস্ত্র লঞ্চার, শক্তিশালী রাডার ও কমান্ড সেন্টার।

প্রসঙ্গত, গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনব্যাপী সংঘর্ষের সময় ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে এস-৪০০ ব্যবস্থাগুলো বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘এস-৪০০-এর মতো প্ল্যাটফর্ম আমাদের প্রতিরক্ষায় নজিরবিহীন শক্তি দিয়েছে।’

আরো পড়ুন : ১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা

একই সূত্রে বলা হয়েছে, এস-৪০০ ছাড়াও ভারত রাশিয়া থেকে ২০০ কিলোমিটার পাল্লার আরভিভি-বিডি ক্ষেপণাস্ত্র কেনার ইচ্ছা প্রকাশ করেছে, যা দেশটির সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বহরকে আরও শক্তিশালী করবে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করেন।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.