বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা–রক্ষিতের বিয়ে?
দক্ষিণী সিনেমার দুই আলোচিত মুখ—রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ তাদের অনস্ক্রিন রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি অফস্ক্রিনেও সেই chemistry যেন বাস্তবে পরিণত হয়েছে বহু আগেই।
বছরের পর বছর ধরে চলছে তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন। একসঙ্গে ছুটি কাটানো, জনসমক্ষে একসঙ্গে দেখা যাওয়া—সব মিলিয়ে এই জুটিকে নিয়ে আলোচনার শেষ নেই। যদিও প্রতিবারই তারা সম্পর্কের খবর উড়িয়ে দিয়ে বলেছেন, “আমরা খুব ভালো বন্ধু।”
তবুও সাম্প্রতিক সময়ে নতুন করে তাদের নাম উঠে এসেছে আলোচনায়। ৩ অক্টোবর ভারতীয় গণমাধ্যমে খবর ছড়ায়— ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নাকি বাগদান সারলেন বিজয় ও রাশমিকা। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি, তবু ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। এই খবরেই ফের সামনে এসেছে রাশমিকার প্রথম বাগদান ভাঙার গল্প।
২০১৭ সালে কন্নড় তারকা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান করেছিলেন রাশমিকা। ‘কিরিক পার্টি’ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের প্রেম, তারপর বাগদান। কিন্তু বছর না ঘুরতেই সম্পর্কের ইতি ঘটে। তখনই শোনা যায়— রাশমিকার জীবনে নাকি প্রবেশ করেছেন বিজয় দেবরকোন্ডা।
আরো পড়ুন : বাগদান সারলেন বিজয়-রাশমিকা!
একাধিক ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল, বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই রাশমিকা–রক্ষিতের বাগদান ভাঙার অন্যতম কারণ। যদিও এ নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউই। তবে *ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস*-এ দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন,
“রক্ষিতের সঙ্গে ব্রেকআপের পর কঠিন সময় কাটাচ্ছিলাম। তখন আমার পাশে কেউ ছিল না। বিজয় আমার প্রতি যত্ন দেখিয়েছে, আমাকে বুঝিয়েছে— এই দুঃখের বাইরেও জীবন আছে।”
২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমার প্রচারণার সময় যখন সাংবাদিকরা পুরোনো সম্পর্কের প্রসঙ্গ তোলেন, তখন বিজয় সোজা কথায় বলেন,
“এটা এমন কিছু নয়, যা নিয়ে প্রকাশ্যে কথা বলা উচিত।”
বিচ্ছেদের পর রাশমিকার বিরুদ্ধে ট্রলের ঝড় উঠলেও রক্ষিত তখনও ছিলেন সংযত। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“রাশমিকাকে আমি অনেক ভালোভাবে চিনি। আমাদের সম্পর্কের ভাঙনে অনেক বিষয় কাজ করেছে। তাই তাকে বিচার না করে শান্তিতে থাকতে দিন।”
রাশমিকার ক্যারিয়ারও তার জীবনের গল্পের মতোই নাটকীয়। ২০১২ সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া খেতাব জিতে আলোচনায় আসেন তিনি। এরপর ‘কিরিক পার্টি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক, প্রথম সিনেমাতেই সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড জয়।
আরো পড়ুন : স্ত্রীর গোপন কথা ফাঁস করে নতুন বিতর্কে শোয়েব মালিক, ফের বাড়ছে বিচ্ছেদের গুঞ্জন
‘চালো’, ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’— একের পর এক সফল সিনেমা তাকে দক্ষিণী চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের কাতারে নিয়ে এসেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ধানুশের সঙ্গে তার নতুন সিনেমা ‘কুবেরা’, সামনে আরও কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট।
আজ রাশমিকা মান্দানা শুধু এক অভিনেত্রী নন, তিনি দক্ষিণী সিনেমার এক অনুপ্রেরণার নাম। তবে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন— রাশমিকা ও বিজয়ের গল্প কি সত্যিই পরিণতি পাবে বিয়েতে, নাকি আবারও নতুন মোড় নেবে তাদের সম্পর্কের কাহিনি?


No comments