স্ত্রীর গোপন কথা ফাঁস করে নতুন বিতর্কে শোয়েব মালিক, ফের বাড়ছে বিচ্ছেদের গুঞ্জন
সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী সানা জাভেদকে সঙ্গে নিয়ে। বিয়ের পর থেকে আলোচনার বাইরে থাকলেও সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মন্তব্যের কারণে ফের সমালোচনায় পড়েছেন তিনি।
এক অনুষ্ঠানে ভক্তদের নানা প্রশ্নের মুখে পড়েন শোয়েব ও সানা। সেখানে এক ভক্ত সানাকে জিজ্ঞাসা করেন— “আপনার জীবনের কোনো নির্দোষ গল্প আছে কি?” প্রশ্নের উত্তর দেওয়ার আগেই শোয়েব হাসতে হাসতে বলেন, “সানার জীবনের একমাত্র নির্দোষ গল্প আমি।”
এই মন্তব্যের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ একে দম্পতির মজার আলাপ হিসেবেই দেখছেন, আবার অনেকে বলছেন— এভাবেই নাকি তারা সাম্প্রতিক বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিয়েছেন।
আরো পড়ুন : ৩ দিনে ১৬০ কোটি, মুক্তির পরই ঝড় তুলল ‘কানতারা’
এর আগে একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে সানাকে কিছুটা বিরক্ত মনে হওয়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা— তাদের সম্পর্ক নাকি টানাপোড়েনের মধ্যে। এমনকি কিছু ভারতীয় গণমাধ্যমে বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে।
তবে নতুন ভিডিওর প্রাণবন্ত মুহূর্ত দেখে অনেকেই বলছেন, সবকিছুই এখন স্বাভাবিক। শোয়েবের রসিকতায় যেমন দর্শকরা হেসেছেন, তেমনি সানার হাসিতেও ধরা দিয়েছে পরস্পরের আন্তরিকতা।
আরো পড়ুন : ভারত-পাকিস্তান ম্যাচে ‘অনাহুত’ অতিথি, বন্ধ করতে হলো খেলা
২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন শোয়েব মালিক ও সানা জাভেদ। শোয়েবের আগের স্ত্রী ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, যাঁর সঙ্গে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে, সানা জাভেদ পূর্বে বিয়ে করেছিলেন গায়ক ও অভিনেতা উমাইর জাসওয়ালকে।


No comments