পবিত্র কুরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার অপূর্ব পাল

 

পবিত্র কুরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার অপূর্ব পাল

পবিত্র কুরআন শরিফ অবমাননার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অপূর্ব পালের বিরুদ্ধে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতেই তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

এদিকে পুলিশ জানায়, ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন : এসএসসির প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনল এনসিটিবি

এর আগে গতকাল শনিবার অভিযুক্ত অপূর্ব রায়কে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবত্রি কোরআন অবমাননারত অবস্থায় দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন সম্প্রতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছে বলে জানায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন : পবিত্র কোরআনের মাধ্যমে সম্মানিত যারা

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.