মানসম্মত শিক্ষা ও প্রকৃত মেধার মূল্যায়নই লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা

মানসম্মত শিক্ষা ও প্রকৃত মেধার মূল্যায়নই লক্ষ্য শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন করতে বদ্ধপরিকর।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সি আর আবরার বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে মেধা ও যোগ্যতার যথার্থ মূল্যায়ন হবে। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অতিরঞ্জিত ফল প্রকাশের প্রবণতা বন্ধ করা হয়েছে। প্রকৃত মেধাকে প্রাধান্য দিয়েই এখন ফলাফল প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, অতীত সরকারগুলোর সময় শিক্ষা খাতে নানান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষা বিস্তারের নামে অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। শিক্ষক নিয়োগে অনিয়ম, মানহীন শিক্ষার আড়ালে জিপিএ–৫–এর বাহুল্য তৈরি—এসবের কারণেই শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের উদ্যোগ নিয়েছি। কারিগরি শিক্ষায় নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। শিগগির পরামর্শক কমিটির মাধ্যমে মাধ্যমিক শিক্ষার কাঠামোও হালনাগাদ করা হবে।”

পবিত্র কুরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার অপূর্ব পাল

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের সময়ে যোগ্য শিক্ষক ও প্রতিষ্ঠান বাদ দিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। অথচ এসব অনিয়ম রোধের পরিবর্তে তৎকালীন সরকার সেগুলোকে আরও উৎসাহিত করেছে বলে তিনি অভিযোগ করেন।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.