এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে জামিন আদেশ: আইন উপদেষ্টা

 

এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে জামিন আদেশ আইন উপদেষ্টা, ড. আসিফ নজরুল, জামিন আদেশ, অনলাইন, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, প্রযুক্তি খবর, দুদক আইন,

জামিন পাওয়ার পরও আদেশ কারাগারে পৌঁছাতে বিলম্বে বন্দিদের যে দুর্ভোগ পোহাতে হয়, তার অবসান ঘটাতে যাচ্ছে সরকার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এখন থেকে আদালতের জামিন আদেশ এক ক্লিকেই সরাসরি কারাগারে পৌঁছে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ড. নজরুল বলেন, আগে জামিনের আদেশ কারাগারে পৌঁছাতে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এখন অনলাইন ব্যবস্থায় আদালতের বেইল বন্ড আদেশ এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। এতে আসামির মুক্তি প্রক্রিয়া দ্রুত ও হয়রানিমুক্ত হবে।

তিনি জানান, সরকারের নিজস্ব অর্থায়নে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, এতে কোনো বিদেশি সহায়তা নেওয়া হয়নি।

আইন উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচার বিভাগের পৃথক সচিবালয়সহ ‘বিচার বিভাগ সচিবালয় আইন’, ‘গুম প্রতিরোধ আইন’, ‘দুদক আইন’ ও ‘মানবাধিকার আইন’ প্রণয়ন করা হবে।

সরকারের আর্থিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের ১,৬০০ কোটি টাকা আছে, রেজিস্ট্রি অফিসে জমা আছে আরও ১,৫০০ কোটি টাকা। অনেকেই এই সক্ষমতা খেয়াল করেন না, অথচ আমরা নিজেদের অর্থেই ভালো কাজ করতে পারি।

আরো পড়ুন: ৪৮ জেলায় ৪৩৫ স্থানে হত্যাকাণ্ড চালায় পুলিশ-যুবলীগ : চিফ প্রসিকিউটর

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.