মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনে নিহত ৯
রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও সংলগ্ন কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গার্মেন্টস ভবনের দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৬ মিনিটে উদ্ধারকাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
আরো পড়ুন: মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হঠাৎই গার্মেন্টস ভবনের ভেতর বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গুদামে। মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তাদের সঙ্গে যোগ দেন পুলিশ, র্যাব, বিজিবি, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


No comments