শিক্ষকরা মর্যাদা পাবে না, আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়: নুর
এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান নুর।
প্রশ্ন রেখে পোস্টে নুর লিখেছেন, ‘শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শিক্ষকরা যদি মর্যাদা না পান, তাহলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। তিনি একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গ্রহণ করতে।
ফেসবুক পোস্টে নুর উল্লেখ করেছেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে কিভাবে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন সম্ভব হবে? এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক। সরকারকে তা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেছেন, শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, এজন্য বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আবশ্যক।
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ফারুক আটক
উল্লেখ্য, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments