নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর বিপক্ষে নামছে আর্জেন্টিনা, বিশ্রামে মেসি
বিশ্বকাপের আগে নতুনদের পরখ করতে বুধবার ভোরে (বাংলাদেশ সময়) মায়ামিতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসি, তবে দ্বিতীয়ার্ধে সীমিত সময়ের জন্য মাঠে নামতে পারেন তিনি।
অক্টোবর উইন্ডোর এটি আর্জেন্টিনার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ গোলে হারিয়েছিল লা আলবিসেলেস্তে। এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর বিপক্ষে লক্ষ্য জয় নয়, বরং নতুনদের পরীক্ষা করা।
স্কালোনি এবার মূল তারকাদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দিচ্ছেন। প্রথম ম্যাচে বেঞ্চে থাকা নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো দে পল ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার থাকবেন শুরুর একাদশে। পাশাপাশি জুলিয়ান সিমিওনে, জোসে লোপেজ ও লাউতারো রিভেরোর মতো তরুণরা পাবেন নিজেদের প্রমাণের সুযোগ—এদের মধ্যে লোপেজ ও রিভেরোর অভিষেক হতে পারে আজই।
আরো পড়ুন: রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না; পাঁচ মাস মাঠের বাইরে এনদ্রিক
সম্ভাব্য একাদশ (আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো)
- গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
- রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল, লেওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস গনসালেস/নিকোলাস তাগলিয়াফিকো
- মিডফিল্ড: জুলিয়ান সিমিওনে, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো
- আক্রমণভাগ: জোসে লোপেজ, নিকো পাজ/লিওনেল মেসি
- কোচ: লিওনেল স্কালোনি


No comments