পবিত্র কোরআনের মাধ্যমে সম্মানিত যারা

 

পবিত্র কোরআনের মর্যাদা ও গুরুত্ব: আল্লাহর বাণীতে জীবন পরিবর্তনের আহ্বান 🌙📖

পবিত্র আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত ও শ্রদ্ধার্হ ধর্মগ্রন্থ। মুসলমানদের আত্মা ও জীবনের সঙ্গে কোরআনের সম্পর্ক অবিচ্ছেদ্য। যেমন অন্যান্য ধর্মের অনুসারীরা নিজেদের ধর্মগ্রন্থকে মর্যাদা দেয়, তেমনি কোরআনের প্রতি সম্মান প্রদর্শন প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।


💫 কোরআনের হুঁশিয়ারি

আল কোরআন আল্লাহ তাআলার চিরসত্য বাণী। যাঁরা কোরআন অবমাননা করে, তাঁদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি—দুনিয়া ও আখিরাতে উভয় জগতে।
আল্লাহ তাআলা বলেন,

“দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী মহাপাপীর,
যে আল্লাহর আয়াতের আবৃত্তি শোনে অথচ অহংকারের সঙ্গে মুখ ফিরিয়ে নেয়—
যেন সে তা শোনেইনি।
সুতরাং তাকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও।”
(সুরা জাসিয়া, আয়াত ৭–৮)


🔥 কোরআন যাদের জাহান্নামে নেবে

সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন—

“জেনে রাখো, কোরআন এমন এক সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে।
যে এর অনুসরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।
আর যে তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।”
(ফাজায়েলে কোরআন, ইবনে কাসির : ১৫১)


🌺 কোরআনের কারণে সম্মানিত যারা

যারা পবিত্র কোরআনকে সম্মান করে, শিক্ষা নেয় এবং তার নির্দেশনা মেনে চলে—
মহান আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) আরও বলেন—

“কোরআন হলো আল্লাহর রজ্জু, উজ্জ্বল আলো, অন্তরের রোগের ওষুধ।
যে এটিকে আঁকড়ে ধরবে, সে নিরাপদ আশ্রয় পাবে।
এটি মুক্তির পথ দেখায়, কখনো পুরনো হয় না, এর রহস্য কখনো শেষ হয় না।
এর প্রতিটি অক্ষর পাঠে আল্লাহ তাআলা দশটি নেকি দান করেন।”
(সুনানে দারেমি, হাদিস : ৩৩৫৮)


🕋 আল্লাহর দৃষ্টিতে মর্যাদা

খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.) নবী করিম (সা.)-এর বাণী উল্লেখ করে বলেন—

“নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অনেককে সম্মানিত করবেন,
আবার অনেককে অপদস্থ করবেন।”
(ফাজায়েলে কোরআন, আবি উবায়দ : ১/২৭৪–২৭৫)


🤲 সমাপ্তি প্রার্থনা

মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে
পবিত্র কোরআনের মর্যাদা রক্ষা,
বুঝে পড়া, এবং
জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন। 🌿

No comments

Powered by Blogger.