এআই গবেষণায় বড় বিনিয়োগ ভারতে গুগলের নতুন কেন্দ্র
গুগল ঘোষণা করেছে, আগামী পাঁচ বছরে তারা ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগের অংশ হিসেবে দেশটিতে একটি বৃহৎ ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপন করা হবে।
নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী থমাস কুরিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে আমরা যে সব কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র গড়ে তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে বড় হবে।’
ভারতে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এআই-ভিত্তিক সেবা ও প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ছে বলে তিনি উল্লেখ করেন
কুরিয়ান ঘোষণা দেন, ‘আমরা আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার মূলধনী বিনিয়োগ করব এবং অন্ধ্র প্রদেশের বন্দরনগর বিশাখাপত্তনমে গিগাওয়াট-স্কেলের একটি এআই হাব গড়ে তুলব।’
তিনি আরো জানান, কেন্দ্রটি ধীরে ধীরে একাধিক গিগাওয়াট সক্ষমতায় উন্নীত করা হবে, যা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে এক ধরনের ‘ডিজিটাল মেরুদণ্ড’ হিসেবে কাজ করবে।
বিশ্বব্যাপী ডেটা সেন্টারের চাহিদা এখন বিপুল, কারণ বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য সংরক্ষণ এবং শক্তিখরচকারী এআই সিস্টেম চালানোর জন্য এসব অবকাঠামো অপরিহার্য হয়ে উঠেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুগলের এই ঘোষণাকে ‘আনন্দের’ প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি আমাদের ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করবে এবং ভারতের বৈশ্বিক প্রযুক্তি নেতৃস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে।’
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই টুইটারে লেখেন, তিনি মোদির সঙ্গে এই ‘ঐতিহাসিক উদ্যোগ’ নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, ‘এই হাবে থাকবে গিগাওয়াট-স্কেলের কম্পিউটিং সক্ষমতা, নতুন আন্তর্জাতিক সাবসি গেটওয়ে এবং বৃহৎ জ্বালানি অবকাঠামো। এর মাধ্যমে আমরা ভারতের ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবহারকারীদের কাছে আমাদের বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেব, এআই উদ্ভাবন ত্বরান্বিত করব এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াব।’
ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, ‘ভারতের এআই বিপ্লবের শক্তি নির্মাণে গুগলের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুগলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ডিজিটাল অবকাঠামো আমাদের ‘ইন্ডিয়া এআই ভিশন’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একে ‘অত্যন্ত আনন্দের দিন’ বলে অভিহিত করেন। রাজ্যের প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ জানান, এই চুক্তি এসেছে ‘এক বছরের ব্যাপক আলোচনা ও নিরলস প্রচেষ্টার পর’।
লোকেশ বলেন ‘ডেটা এখন নতুন তেল, আর ডেটা সেন্টার হলো নতুন রিফাইনারি।
এটি প্রমাণ করছে, বিশ্বমঞ্চে ভারত এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি বিশ্বের শীর্ষ আমেরিকান এআই কোম্পানিগুলোও ভারতের বিশাল বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে।
এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ এন্থ্রোপিক জানিয়েছে, তারা আগামী বছর ভারতে অফিস খুলবে। তাদের প্রধান নির্বাহী দারিও আমোদেই ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ওপেনএআইও জানিয়েছে, তারা এ বছরের শেষের দিকে ভারতে অফিস চালু করবে। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান উল্লেখ করেছেন, গত এক বছরে দেশে চ্যাটজিপিটির ব্যবহার চারগুণ বেড়েছে।
Read More : Trump, world leaders gather in Egypt for ceasefire deal signing with Netanyahu absent
তাছাড়া, এআই কোম্পানি পারপ্লেক্সিটি জুলাইয়ে ভারতের টেলিকম জায়ান্ট এয়ারটেলের সঙ্গে একটি বড় চুক্তি করেছে। এর মাধ্যমে এয়ারটেলের ৩৬০ মিলিয়ন গ্রাহক এক বছরের জন্য বিনামূল্যে পারপ্লেক্সিটি প্রো ব্যবহার করতে পারবেন।
Read more: Gazans are finally returning home in droves
Follow the Facebook page of Janatar Voice to get news from Janatar Voice.
.png)

No comments