আগামী নির্বাচনের ফলেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ : মির্জা ফখরুল

আগামী নির্বাচনের ফলেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ  মির্জা ফখরুল, ঠাকুরগাঁও, বিএনপি, বর্ধিত সভা, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের ওপরই নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। তার মতে, গণতন্ত্রের কোনো বিকল্প নেই—গণতন্ত্রই গণতন্ত্রের একমাত্র বিকল্প।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এখন আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে। অতীতের রাজনৈতিক ভুল যেন আমাদের আবার স্বৈরাচারের কবলে না ফেলে। আমরা আর সেই অন্ধকার দেখতে চাই না।

তিনি আরও বলেন, দানবীয় দুঃশাসনের অবসানের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা অনেকে নির্যাতন সহ্য করেছি, মিথ্যা মামলায় কারাবরণ করেছি। আজ অন্তত মুক্তভাবে নিশ্বাস নিতে পারছি, নেতাকর্মীরা নিশ্চিন্তে ঘুমাতে পারছে। যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা।

আরো পড়ুন: নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকতে হবে : পিএনপি

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত দেবে ইসি

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.