হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারির উদ্যোগ : দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)’ সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আরো পড়ুন: ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নথি পাঠিয়েছেন ট্রাইব্যুনাল
দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বনাশের পথে ঠেলে দিতে চেয়েছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও নিরপেক্ষভাবে চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি দুর্নীতি দমন ও প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান।
আরো পড়ুন: আগামী নির্বাচনের ফলেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ : মির্জা ফখরুল


No comments