অবশেষে দলে দলে ঘরে ফিরছে গাজাবাসী

অবশেষে দলে দলে ঘরে ফিরছে গাজাবাসী, ফিলিস্তিন, গাজা, ইসরায়েল, ঘরে ফেরা, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর, যুদ্ধবিরতি, ধ্বংসস্তূপ,

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত শেষে অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটছে ফিলিস্তিনের গাজা। হামাস ও ইসরায়েল পরস্পরের সম্মতিতে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের চুক্তিতে পৌঁছেছে। ইতোমধ্যেই বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সৈন্য সরিয়ে নিচ্ছে।

এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত হাজারো গাজাবাসী দলে দলে নিজভূমে ফিরতে শুরু করেছে। কেউ হাঁটছে, কেউ হাত ধরে এগোচ্ছে পরিবারের সঙ্গে—চোখে জল, মুখে আশার আলো। অনেকেই পথে হাঁটতে হাঁটতে উচ্চারণ করছে “আল্লাহু আকবার”, শিস বাজিয়ে, চিৎকার করে প্রকাশ করছে ফিরে পাওয়ার উল্লাস।

৪০ বছর বয়সী গাজা সিটির বাসিন্দা ইব্রাহিম আল-হেলু বলেন,

আমরা আবেগে ভাসছি, কিন্তু এখনও সতর্ক। এতদিন গুলিবর্ষণ, ধ্বংস, মৃত্যু দেখেছি—এখন শান্তির এই সুযোগ হারাতে চাই না।

বুধবার (৮ অক্টোবর) মিশরের শারম আল-শেখে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা “শান্তি পরিকল্পনা” নিয়েই মূলত আলোচনাটি হয়।

রাতেই ট্রাম্প এক পোস্টে জানান, “আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে। হামাস ও ইসরায়েল দুপক্ষই এতে স্বাক্ষর করেছে। শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে, আর ইসরায়েল সেনা প্রত্যাহার করবে সমঝোতার ভিত্তিতে। এটি স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ।

হামাস তাদের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল-হায়া বলেন, আমরা এমন একটি সমঝোতায় পৌঁছেছি, যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে। ইসরায়েলি সেনা প্রত্যাহার, ত্রাণ প্রবেশ ও বন্দিবিনিময়ের নিশ্চয়তা পেয়েছি।

আরো পড়ুন: যুদ্ধবিরতির পর বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা পরিণত হয়েছিল এক ভয়াবহ ধ্বংসস্তূপে। ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৬৭ হাজার ফিলিস্তিনি, আহত আরও প্রায় ১ লাখ ৭০ হাজার। মাত্র দুটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বাকিটা সময় ছিল মৃত্যু ও ধ্বংসের রাজত্ব।

আজ সেই গাজার মানুষ আবার ঘরে ফিরছে—ভাঙা দেয়াল, পোড়া বাড়ি, ছাইয়ের স্তূপের মধ্যেও তারা খুঁজছে বেঁচে থাকার এক নতুন শুরু।

আরো পড়ুন: শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.