এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না মান্না

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হলে তিনি কোনো মামলা করবেন না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেখানে মান্না লেখেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।”

ফেসবুক পোস্টের এক মন্তব্যে তিনি আরও বলেন, জাতীয় প্রতীকের কারণে তাকে শাপলা দেওয়া না হলে, নির্বাচন কমিশন অন্য কাউকে তা দিতে পারে না। তিনি জানান, এনসিপির নেতারা তার কাছে এসেছিলেন। তাদের বয়স, অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের ভূমিকা বিবেচনা করে তিনি সহানুভূতিশীল। তাই শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া হলে তিনি কোনো আইনি পদক্ষেপ নেবেন না।

এদিকে, নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিদ্যমান বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সচিব আখতার আহমেদ এ বিষয়ে এনসিপিকে চিঠি পাঠান।

আরো পড়ুন : এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হলেও তাদের প্রথম পছন্দ ‘শাপলা’ বরাদ্দ দেওয়া যাবে না, কারণ নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর নির্ধারিত প্রতীকের তালিকায় এটি নেই। এনসিপির আবেদনপত্রে প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল।

আরো পড়ুন : যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান

চিঠিতে আরও বলা হয়, বিধি অনুযায়ী কোনো দলের জন্য নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেওয়া হলে তা ওই দলের জন্য সংরক্ষিত থাকবে। তবে দল চাইলে পরবর্তীতে অন্য প্রতীক নিতে পারবে।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এনসিপিকে জানিয়েছে, এখনো বরাদ্দ না হওয়া প্রতীকগুলোর মধ্যে থেকে একটি প্রতীক দ্রুত বেছে নিতে হবে এবং ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে ইসিকে তা জানাতে হবে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

 

No comments

Powered by Blogger.