যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান
যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান
তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, তার সঠিক সময় শিগগিরই জানানো হবে—এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বুধবার (১ অক্টোবর) বিকেলে লন্ডন থেকে দেশে ফেরার পর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
আরো পড়ুন : Bangladesh announces election as country marks year since ex-PM fled
আরো পড়ুন : দুর্গাপূজার শুভেচ্ছা, প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান
প্রার্থী মনোনয়নের প্রসঙ্গে এম এ মালিক বলেন, “অনেকে গ্রিন সিগনাল দাবি করছেন, কিন্তু সিদ্ধান্ত একমাত্র দলের হাইকমান্ডের। এখনও কেউ গ্রিন সিগনাল পাননি।”
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিমানবন্দরে হাজারো মানুষ ফুল, ব্যানার ও স্লোগান দিয়ে এম এ মালিককে উষ্ণ অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে ৬ মে এম এ মালিক দেশে ফিরেছিলেন। পরে ৩ আগস্ট আবার লন্ডনে যান।


No comments