দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ও একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছান তিনি। এ সফরে তার সঙ্গে ছিলেন ছয়জন রাজনৈতিক নেতা— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জামায়াত নেতা নকিবুর রহমান তারেক প্রতিনিধিদলে যুক্ত হন।
আরো পড়ুন : ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন ড. ইউনূস। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, ২০২৬ সালের অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরেন।
আরো পড়ুন : ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা
পরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন তিনি। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান হিসেবে তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে সাত দফা প্রস্তাবও উপস্থাপন করেন।
অধিবেশন চলাকালে নিউইয়র্কে থেয়ারওয়ার্ল্ডের আয়োজিত গ্লোবাল এডুকেশন ডিনারে তাকে প্রদান করা হয় ‘আনলক বিগ চেইঞ্জ অ্যাওয়ার্ড’।


No comments