নাহিদকে স্পষ্ট করতে হবে, কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা

নাহিদকে স্পষ্ট করতে হবে, কারা সেফ এক্সিট চায়  রিজওয়ানা, পরিবেশ উপদেষ্টা, নাহিদ ইসলাম, সেফ এক্সিট, উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার, safe exit,

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ নিতে চান, তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কারভাবে জানাতে হবে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে—কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়। তিনি আরও বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, “কোনো দল নির্বাচনে অংশ নেবে কি না, তা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন এবং নিজেদের ‘সেফ এক্সিট’ নিশ্চিত করার চেষ্টা করছেন। তার ভাষায়, অনেকেই নিজেদের আখের গুছিয়েছেন, কেউ বা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে তাদের নামও আমরা প্রকাশ করব।

আরো পড়ুন : ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

তিনি আরও বলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা রেখেছিলাম, সেখানে আমরা প্রতারিত হয়েছি।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.