ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের বিশিষ্ট ফটোগ্রাফার ও লেখক *শহিদুল আলম*কে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটক হওয়ার আগ মুহূর্তে নিজের *ফেসবুক পোস্টে* বিষয়টি জানান তিনি। তার শেষ ভিডিওবার্তা আপলোডের আগে শহিদুল আলম লাইভে আসেন এবং জানিয়ে যান, ইসরায়েলি বাহিনী তাদের বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স-এ আক্রমণ চালিয়েছে।
ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,
- আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে তারা। আমি সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাই—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও।
এর আগে আলজাজিরা ফ্রিডম ফ্লোটিলার সূত্রে জানায়, ইসরায়েলি সেনারা গাজাগামী মানবিক সহায়তাবাহী নৌকাবহরে আক্রমণ চালায়। এ সময় *দ্য কনসায়েন্স* নামের জাহাজসহ বেশ কয়েকটি নৌযানকে দখল করে নেওয়া হয়।
ফ্লোটিলা জানিয়েছে, *দ্য কনসায়েন্স* জাহাজে শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী ছিলেন। জাহাজের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
আরো পড়ুন : গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল: গ্রেটা থুনবার্গের নিঃস্ব অবস্থা


No comments