ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

 

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, FFC, TMTG, ফেসবুক পোস্ট, The Conscience, ফিলিস্তিন, গাজা,  আলজাজিরা, ফ্রিডম ফ্লোটিলা,

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের বিশিষ্ট ফটোগ্রাফার ও লেখক *শহিদুল আলম*কে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটক হওয়ার আগ মুহূর্তে নিজের *ফেসবুক পোস্টে* বিষয়টি জানান তিনি। তার শেষ ভিডিওবার্তা আপলোডের আগে শহিদুল আলম লাইভে আসেন এবং জানিয়ে যান, ইসরায়েলি বাহিনী তাদের বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স-এ আক্রমণ চালিয়েছে।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,

  • আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে তারা। আমি সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাই—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও।

এর আগে আলজাজিরা ফ্রিডম ফ্লোটিলার সূত্রে জানায়, ইসরায়েলি সেনারা গাজাগামী মানবিক সহায়তাবাহী নৌকাবহরে আক্রমণ চালায়। এ সময় *দ্য কনসায়েন্স* নামের জাহাজসহ বেশ কয়েকটি নৌযানকে দখল করে নেওয়া হয়।

ফ্লোটিলা জানিয়েছে, *দ্য কনসায়েন্স* জাহাজে শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী ছিলেন। জাহাজের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আরো পড়ুন : গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল: গ্রেটা থুনবার্গের নিঃস্ব অবস্থা

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানায়, আইনি নৌ অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।” আটক জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে; তারা সবাই “নিরাপদ ও সুস্থ আছেন” এবং দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.