৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ।, যুদ্ধ জাহাজ, যুক্তরাষ্ট্র, আইএসপিআর, মার্কিন যুদ্ধ জাহাজ, ISPR, নৌবাহিনী,

শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। এ সময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। এতে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন : নাহিদকে স্পষ্ট করতে হবে, কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা

আইএসপিআরের তথ্যমতে, এই সফর দুই দেশের নৌসদস্যদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা আধুনিক নৌপ্রযুক্তি ও পেশাগত উৎকর্ষ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে ইউএসএস ফিৎসজেরাল্ড।

এর আগে ২০২২ সালেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.