রেকর্ডের ঝড়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিল ইংল্যান্ড নারী দল।

রেকর্ডের ঝড়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিল ইংল্যান্ড নারী দল।

গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে যেন ক্রিকেট ইতিহাসের একতরফা প্রদর্শনী হলো—মাত্র ৬৯ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে রেকর্ডের পাতায় নতুন অধ্যায় লিখল ইংল্যান্ড নারী দল। ব্যাট ও বল—দুই দিকেই অপ্রতিরোধ্য ছিল ন্যাট সিভার-ব্রান্টের দল।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত একেবারেই সঠিক প্রমাণিত হলো। ইংলিশ বোলারদের শৃঙ্খলিত আক্রমণে মাত্র ২০.৪ ওভারে ধসে পড়ল প্রোটিয়া নারীদের ইনিংস। ওয়ানডে ইতিহাসে এটিই তাদের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ, যা দলের আত্মবিশ্বাসে বড়সড় ধাক্কা দিল।

৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো নাটক রাখেননি ইংল্যান্ড ওপেনার ট্যামি বোমন্ট ও অ্যামি জোন্স। নিরাপদ অথচ আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৪.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তারা। হাতে তখনও বাকি ছিল ২১৫ বল!

এ জয় ইংল্যান্ড নারী দলের ওয়ানডে ইতিহাসে চতুর্থ বৃহত্তম জয়, বল হাতে বাকি থাকার হিসেবে। মজার ব্যাপার হলো, ২০১৩ সালের বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৩ বল হাতে রেখে জিতেছিল ইংলিশরা।

রেকর্ড বইতে ইংল্যান্ডের নাম লিখল আরও কয়েকভাবে:

  •  বিশ্বকাপে তাদের তৃতীয় ১০ উইকেটের জয়
  •  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার ১০ উইকেটে জয়
  •  সফল রান তাড়ায় চতুর্থ সর্বাধিক বল হাতে রেখে জয় (২১৫)

বিশ্বকাপ অভিযানের শুরুতেই এমন নিরঙ্কুশ জয় ইংল্যান্ডকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে এখন বড় চ্যালেঞ্জ—ধস নামা ব্যাটিং অর্ডার সামলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো।

আরো পড়ুন : ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

 Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.