৩ দিনে ১৬০ কোটি, মুক্তির পরই ঝড় তুলল ‘কানতারা’
দশেরার ছুটির শুরুতেই মুক্তি পাওয়া ঋষভ শেঠির নতুন ছবি ‘কানতারা: চ্যাপ্টার ১’ এখন ভারতের বক্স অফিসে রাজত্ব করছে। মুক্তির মাত্র তিন দিনেই ছবিটি আয় করেছে ১৬২ কোটি রুপি, যা ২০২৫ সালের অন্যতম সেরা ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে।
🎬 তিন দিনে রেকর্ড গড়া আয়
শনিবার (তৃতীয় দিন) পর্যন্ত ভারতের অভ্যন্তরীণ বাজারে ‘কানতারা: চ্যাপ্টার ১’ আয় করেছে ১৬২.৮৫ কোটি রুপি। বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী—
-
প্রথম দিনে আয় ছিল ৬১.৮৫ কোটি রুপি,
-
দ্বিতীয় দিনে ৪৬ কোটি,
-
তৃতীয় দিনে আরও ৫৫ কোটি রুপি।
মাত্র তিন দিনেই ছবিটি বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় সিনেমা হয়ে উঠেছে, পেছনে ফেলেছে ‘সু ফ্রম সো’-এর ৯২ কোটি রুপির রেকর্ড।
🏆 ‘সিকান্দার’ ও ‘গেম চেঞ্জার’-কে ছাড়িয়ে
ঋষভ শেঠির এই নতুন অধ্যায় শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ নয়—এটি এখন পুরো ভারতের বক্স অফিসে বড় বাজেটের সিনেমাগুলোকেও চ্যালেঞ্জ দিচ্ছে। শনিবারই ছবিটি সালমান খানের ‘সিকান্দার’ (১১০ কোটি) ও রামচরণের ‘গেম চেঞ্জার’ (১৩১ কোটি)–এর আয় ছাড়িয়ে যায়।
এর মাধ্যমে ‘কানতারা: চ্যাপ্টার ১’ কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে মাত্র চতুর্থ সিনেমা, যা ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
🌏 আন্তর্জাতিক বাজারেও সাড়া
দেশের পাশাপাশি বিদেশেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দুই দিনেই আন্তর্জাতিক বাজারে আয় করেছে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২২ কোটি রুপি)। ধারণা করা হচ্ছে, সপ্তাহান্তে এই আয় আরও বেড়ে যাবে।
🌟 সমালোচকদের প্রশংসায় ভাসছে
ইন্ডিয়া টুডে তাদের রিভিউতে লিখেছে—
“ছবির প্রিকুয়েল অংশের ক্লাইম্যাক্স ও গুলিগা দৃশ্যগুলো অসাধারণ। ঋষভ শেঠি যেন চরিত্রের মধ্যে নিজেই এক রহস্যে পরিণত হয়েছেন। ছবির সিনেমাটোগ্রাফি এতই মনোমুগ্ধকর, যে দর্শক অনায়াসে হারিয়ে যান তাঁর নির্মিত সেই মায়াময় দুনিয়ায়।”
🔥 ঋষভ শেঠির নতুন অধ্যায়
‘কানতারা: চ্যাপ্টার ১’ হলো জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবির বিশাল সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, আর ঋষভ শেঠি যেন সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন। ইতিহাস, মিথ ও লোকবিশ্বাসের মিশেলে নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় তিনি আবারও প্রমাণ করেছেন তাঁর পরিচালনা ও অভিনয়ের অসামান্য দক্ষতা।
বর্তমানে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। সমালোচকদের ধারণা, এই গতি অব্যাহত থাকলে খুব শিগগিরই ছবিটি ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে।
📚 তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

No comments