বৈষম্যমুক্ত পে–স্কেল দাবি, সর্বোচ্চ বেতন ১ লাখ ২৮ হাজার প্রস্তাব
সরকারি চাকরিজীবীদের জন্য ন্যায্য ও বৈষম্যমুক্ত পে–স্কেল ঘোষণার দাবি জানিয়েছে ‘১১–২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম’।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান, তাদের প্রস্তাবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪ রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ, সর্বোচ্চ বেতন হবে ১ লাখ ২৮ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হবে।
তিনি আরও জানান, বিদ্যমান গ্রেড কাঠামো ভেঙে ১২ থেকে ১৫টি নতুন গ্রেড তৈরির দাবিও তারা জানাবেন।
মাহমুদুল হাসান বলেন, “বেতন বৈষম্যের কারণেই নতুন পে–স্কেল পেতে এত দেরি হয়েছে। বৈষম্য না থাকলে উচ্চপদস্থ কর্মকর্তারা আগেই বেতন বৃদ্ধির দাবি জানাতেন, ফলে সাধারণ কর্মচারীরাও অন্তত আরও দুটি পে–স্কেলের সুবিধা পেতে পারতেন। এখন কর্মকর্তাদের জীবনযাত্রায় তেমন সমস্যা নেই, কিন্তু নিম্নপদস্থ কর্মচারীদের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
আরো পড়ুন : বিতর্কিত মন্তব্যে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ


No comments