মায়ের দায়ের করা অভিযোগে অভিযুক্ত ছেলে

 

মায়ের দায়ের করা অভিযোগে অভিযুক্ত ছেলে,চাঁদপুর,হাজীগঞ্জ আজকের খবর, সর্বশেষ সংবাদ,ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর,

চাঁদপুরের হাজীগঞ্জে ভয় ও আতঙ্কে দিন কাটাতে না পেরে অবশেষে নিজের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক অসহায় মা।

বুধবার (৮ অক্টোবর) সকালে হাজীগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পারুল বেগম, উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের নিশ্চিন্তপুর বট সাহেব বাজার এলাকার বাসিন্দা।

অভিযোগে পারুল বেগম উল্লেখ করেন, তার ছোট ছেলে রবিউল আলম (২১) মাদকাসক্ত হয়ে পড়েছে। তিনি বলেন, “আমার দুই ছেলে। ছোট ছেলে রবিউল দিন দিন মাদকে জড়িয়ে পড়ছে। সে মাদক বিক্রি করে এবং নিজেও সেবন করে। অনেকবার নিষেধ করলেও শোনে না, বরং আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ঘরের গাভি, জিনিসপত্র, এমনকি মোবাইল ফোন পর্যন্ত বিক্রি করেছে মাদকের টাকার জন্য।”

তিনি আরও জানান, ছেলের এমন আচরণে পরিবার এখন চরম ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি আরও বলেন, ছেলেকে ভালো পথে ফেরাতে অনেক চেষ্টা করেছি। আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে বলেছি, কিন্তু কেউ কিছু করতে পারেনি। এখন বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। চাই, প্রশাসন তাকে আটক করে চিকিৎসা ও আইনের আওতায় নিয়ে আসুক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে স্থানীয় কিছু মাদককারবারির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পড়েছে। তার কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক কালবেলাকে জানান, “রবিউলের মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

আরো পড়ুন : নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে তারেক রহমান

এদিকে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মাদকাসক্ত রবিউলসহ স্থানীয় মাদকচক্রের অন্য সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তাদের দাবি, পরিবার ও সমাজকে রক্ষায় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা উচিত।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.