‘শুধু কোরআন কিচ্ছু না, শুভঙ্করের ফাঁকি’ বিতর্কিত মন্তব্যে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

‘শুধু কোরআন কিচ্ছু না, শুভঙ্করের ফাঁকি’বিতর্কিত মন্তব্যে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোটিশ,

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠান। তিনি জানান, দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ইউটিউব চ্যানেল ‘চরমোনাই দর্পণ’-এ প্রচারিত একটি ভিডিওতে মুফতি ফয়জুল করিমকে বলতে শোনা যায়— “শুধু কোরআন কিচ্ছু না” এবং “শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”

নোটিশে বলা হয়, এই বক্তব্য পবিত্র কোরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। কোরআনুল কারিম একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ; এর প্রতি অবমাননাকর মন্তব্য সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আরো পড়ুন : ঐকমত্যের ভিত্তিতেই এগোবে বিএনপি: আমীর খসরু

নোটিশে আরও বলা হয়, তিন দিনের মধ্যে ফয়জুল করিমকে প্রকাশ্যে তার মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননাকর কোনো মন্তব্য না করার লিখিত অঙ্গীকার দিতে হবে।

অন্যথায়, বিচারিক পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.